শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা

KM | ২৯ এপ্রিল ২০২৫ ২৩ : ১৪Krishanu Mazumder


কলকাতা নাইট রাইডার্স: ২০৪/৯ (অঙ্গকৃষ ৪৪, রিঙ্কু ৩৬)
দিল্লি ক্যাপিটালস: ১৯০/৯ (ডু প্লেসিস ৬২, নারিন ৩/২৯)
কলকাতা জিতল ১৪ রানে।

আজকাল ওয়েবডেস্ক: নারায়ণ, নারায়ণ। ব্যাট হাতে চটজলদি ১৬ বলে ২৭ রান। বল করতে এসে ২৯ রানে তিন-তিনটি উইকেট এবং একটি রান আউট। 

সুনীল নারিন জাদুতে ম্যাচ ঘুরে গেল কলকাতার দিকে। দিল্লির দিকে প্রায় হেলে পড়া ম্যাচ এক ঝটকায় কলকাতার দিকে নিয়ে এলেন ক্যারিবিয়ান জাদুকর নারিন। 

কলকাতার পাহাড় প্রমাণ ২০৪ রান তাড়া করতে নেমে একসময়ে ফ্যাফ ডু প্লেসিস, অক্ষর প্যাটেলের দৌরাত্ম্যে খুব সহজ মনে হচ্ছিল। কিন্তু সুনীল নারিন যে গৃহস্থের গর্ব, পড়শির ঈর্ষা।

তিনি দক্ষিণ আফ্রিকান তারকা ডু প্লেসিস (৬২), বিপজ্জনক হয়ে ওঠা অক্ষর প্যাটেল (৪৩) ও মারকুটে স্টাবসকে (১) ফিরিয়ে দিয়ে কলকাতাকে ম্যাচে ফেরান নারিন। নারিন জাদুতে জয়ের স্টেশন ধীরে ধীরে দিল্লির থেকে আরও দূরে সরে যেতে থাকে। শেষ পর্যন্ত ১৪ রানে হার মানে দিল্লি ক্যাপিটালস। তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল কলকাতা। 

কেকেআরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। দিল্লি জিতলে প্লে অফের দিকে অনেকটাই এগিয়ে যেত।  কলকাতা জিতলে দৌড়ে টিকে থাকবে। এই পরিস্থিতিতে দিল্লিকে হারিয়ে কলকাতা প্লে অফের দৌড়ে টিকে রইল এখনও। 
প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স তুলল ২০৪  রান। যে রান তুলেছে কেকেআর, তা টি-টোয়েন্টি ফরম্যাটে ভালই বলা চলে। বল এখন নাইট বোলারদের কোর্টে। তাঁদের দিকেই তাকিয়ে থাকতে হবে অজিঙ্ক রাহানেকে। 

এই ম্যাচে নামার আগে নাইটদের সংসারে সুখ কম। আশঙ্কাই ছিল বেশি। টানা দুটো ম্যাচ হারের পরে ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটাও বৃষ্টির জন্য ভেস্তে যায়। ফলে এক পয়েন্ট পকেটে আসে কলকাতার। এদিনের ম্যাচ নাইটদের জেতা ছাড়া গত্যন্তর নেই। 

নাইটদের প্রথম একাদশে আসেন অনুকূল রায়। ডাগ আউটে বসেছেন চেতন সাকারিয়া। গুরবাজ ও সুনীল নারিন ওপেনিং জুটিতে ৪৮ রান তোলেন। আফগান তারকা ২৬ রানে ফিরে যান। পরে রাহানে ও নারিন ৩৭ রান জোড়েন। ক্যারিবিয়ান নারিন ২৭ রানে ফিরে যান। অজিঙ্ক রাহানে ব্যক্তিগত ২৬ রানে আউট হন।

কেকেআরের রান তখন ৯১। ভেঙ্কটেশ আইয়ার (৭) ফের ব্যর্থ। অঙ্গকৃষ রঘুবংশীর ৪৪  রিঙ্কু সিংয়ের ৩৬ কেকেআরকে পৌঁছে দেয় ১৭৭ রানে। দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও রভম্যান পাওয়েল কেকেআর-কে নিয়ে যান ২০৩ রাবে। পাওয়েল ফিরে যাওয়ার পরের বলেই চামিরা শরীর ছুড়ে দুর্দান্ত ক্যাচ ধরেন অনুকূল রায়ের।  স্টার্কের শেষ ওভারেই যত কাণ্ড। অজি তারকা হ্যাটট্রিক করতে না পারলেও উইকেট কিপার অভিষেক পোড়েল রান আউট করেন রাসেলকে (১৭)। শেষমেশ কেকেআর করল ৯ উইকেটে ২০৪ রান। 

দিল্লি শুরুটা ভাল করতে পারেনি। দ্বিতীয় বলেই অভিষেক পোড়েলকে ডাগ আউটে ফেরান অনুকূল রায়। করুণ নায়ারও বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি
দিল্লিকে। বৈভব অরোরার বলে করুণ নায়ার ফেরেন ব্যক্তিগত ১৫ রানে। দিল্লির রান তখন ২ উইকেটে ৪৩। লোকেশ রাহুল মাত্র ৭ রানে রান আউট হয়ে ফেরেন। ৩ উইকেটে ৬০ থেকে ডু প্লেসিস ও অক্ষর প্যাটেল দিল্লিকে পৌঁছে দেন ১৩৬ রানে। তখনই নারিন আঘাত হানেন। স্টাবস এলেন আর গেলেন নারিনের বল বুঝতে না পেরে। আশুতোষ শর্মা বিপজ্জনক হয়ে ওঠার আগেই বরুণের শিকার হন। মিচেল স্টার্ক তুলে মারতে গিয়ে উইকেট ছুড়ে দেন বরুণের বলে। দেওয়াললিখন স্পষ্ট হয়ে গিয়েছিল তখন। ভিপরাজ মরিয়া একটা চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু সমীকরণ হয়ে ওঠে কঠিন থেকে কঠিনতর। শেষমেশ দিল্লিতে বেজে উঠল করল, লড়ল, জিতল রে ধ্বনি। 


IPL 2025KKRDelhi Capitals

নানান খবর

নানান খবর

আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে বিরাট রেকর্ড কোহলির, কী সেই রেকর্ড?

ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য

'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর

অ্যানচেলোত্তিকে নিয়ে প্রশ্ন অনেক, ২৫ মে-র পর জবাব দেবেন রিয়াল কোচ

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

সোশ্যাল মিডিয়া